AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মশিউর-আব্দুল্লাহ


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৬:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
ইবির কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মশিউর-আব্দুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর খান সভাপতি ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আজমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

 

সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও কক্সবাজার জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন আকাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বুধবার সংগঠনটির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নম্বর কক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান, ড. এ কে এম মফিজুল ইসলাম, ড. নূর মোহাম্মদ ও প্রাক্তন ছাত্র সালামত উল্লাহ। অনুষ্ঠানে কক্সবাজার জেলা হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শহীদ জিয়া, আনিসুর রহমান, আরমানুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সামি আল সাদ আওন, ইমরুল হাসান, নুরুল কাদের, সারমান সারওয়ার জিনান, সালাহ উদ্দিন, মাইনুদ্দিন হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সিরাজী, মোঃ জুরশেদুল করিম, রাগিব হাসান মিরাজ, আরফানুল ইসলাম রিফাত, মোঃ হাসান, হাকিম মোঃ আব্দুল্লাহ, ফ্রান্সিসকো ডি ফ্লোরেন্স, আতাহার মাসুম।

 

এছাড়া দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ সহ-দপ্তর সম্পাদক মোঃ মবিনুল হক। অর্থ সম্পাদক ফারহান মুন্না, সহ-অর্থ সম্পাদক ওয়াহিদুর রহমান খোকন। প্রচার সম্পাদক শরফুদ্দিন শাফিন, সহ-প্রচার সম্পাদক মোঃ ইমরান, আইন বিষয়ক সম্পাদক ইনারা হক নিলুফা, সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিদ, সাদ্দাম হোসাইন ধর্ম বিষয়ক সম্পাদক আল মাহমুদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক।

 

ক্রীড়া সম্পাদক শিহাব শাহরিয়ার হিমেল, সহ-ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন তৌসিফ, সাংস্কৃতিক সম্পাদক নাইমুল ইসলাম ও ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা হামিদ জেসিয়া, জেরিন তাসনীম খুশবু।

 

সমিতির নতুন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজমির বলেন, আমরা অনেক দূর থেকে পড়াশোনা করতে এখানে জেলা ছাত্র কল্যাণের মাধ্যমে নিজ এলকার কিছু মানুষকে পাই। এটি একটি পরিবারের মতো। সবাই সবাইকে সহযোগিতা করতে পারি। আমাকে সমিতির দায়িত্ব দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসঙ্গে সামনের দিনে একসাথে কাজ করে সমিতিকে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

 

একুশে সংবাদ.কম/আ.হো/বি.এস

Link copied!