AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বশেমুরবিপ্রবিতে সিআরসির নেতৃত্বে মিলন ও বিল্লাল


Ekushey Sangbad
মোঃ সায়েম উদ্দিন মুসা, বশেমুরবিপ্রবি
০১:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
বশেমুরবিপ্রবিতে সিআরসির নেতৃত্বে মিলন ও বিল্লাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) এর নতুন কমিটির ঘোষনা করা হয়েছে।

 

এতে ফুড এন্ড এগ্রো প্রসেসিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদী হাসান মিলন এবং ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক হাসাল আল সাহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

 

বশেমুরবিপ্রবি শাখার এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: কামারুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাশেম রেজা,এফই বিভাগের প্রভাষক প্রগতি বকশি।

 

এছাড়াও কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান অনিক,সাগর রায়,নুসরাত জাহান, রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পুলোকেশ মন্ডল, শাকিল আহমেদ,শরিফুল ইসলাম সোহাগ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মানিক, কিশোর বিশ্বাস, হৃদয় সরকার, স্কুল বিষয়ক সম্পাদক মাহমুদা খাতুন জান্নাত, অর্থ সম্পাদক ফরহাদ,সহ অর্থ সম্পাদক সন্জয়,দপ্তর সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

 

নতুন কমিটি গঠন হওয়ার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক তার অভিব্যক্তিতে বলেন, কাম ফর রোড চাইল্ড এ শহরের সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকের ভূমিকা পালন করে থাকে।আমি কৃতজ্ঞ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি আমাকে ২০২৩-২৪ বছরের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মূখ্য ভূমিকা পালন করে কাজ করবার সুযোগ করে দেওয়ার জন্য।


আমরা চাইনা আর কোন শিশু খাবারের জন্য শহরের অলিতে গলিতে ভিক্ষাবৃত্তির চর্চা করুক।আমরা চাই এই সুন্দর ফুলগুলো অন্য একটা সাধারণ বাচ্চার মতো করে বাঁচুক, স্কুলে যাক।

 

উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

 

একুশে সংবাদ/সা.উ.মু/এসএপি

Link copied!