জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩২ ব্যাচের ২০ বছর পূর্তি উৎসব আগামী শুক্রবার (১০ মার্চ) পালিত হবে।
বুধবার (৮ মার্চ) অনুষ্ঠানের আহ্বায়ক ও সরকার ও রাজনীতি বিভাগের ৩২ তম ব্যাচের শিক্ষার্থী মো. নঈম আকতার সিদ্দিক এ তথ্য জানান।
শুক্রবার সকাল নয়টায় র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। পরে সকাল দশটায় খেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে গান পরিবেশন করবেন ব্যান্ড দল সোলস।
অনুষ্ঠানের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম, এছাড়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শামীম ও রাশেদুল ইসলাম শাফিন।
অনুষ্ঠানের আহ্বায়ক ও সরকার ও রাজনীতি বিভাগের ৩২ তম ব্যাচের শিক্ষার্থী মো. নঈম আকতার সিদ্দিক বলেন, ‘আমাদের ২০ বছর পূর্তি উৎসব আগামী ১০ মার্চ। অনুষ্ঠান উপলক্ষ্যে আমরা দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের সকল বন্ধুদের অক্লান্ত পরিশ্রমে নানামুখি কর্মসূচি হাতে নিয়েছি। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি যাতে সুন্দর ও সাবলিল ভাবে আয়োজন করা যায় সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতায় আমরা একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারবো বলে আশাবাদী।’
একুশে সংবাদ.কম/আ.র.আ/বি.এস
আপনার মতামত লিখুন :