AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর হলেন ববি শিক্ষক ড. কাইউম


সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর হলেন ববি  শিক্ষক ড. কাইউম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন  (বিএসইসি) কর্তৃক শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক বোর্ডের ইনডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে  নিয়োগ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম৷ 

 

গত বুধবার(২২ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত-উল-ইসলামের স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানা যায়।  

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নের জন্য সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যকর কর্পোরেট শাসন নিশ্চিত করতে কিছু নির্দেশ জারি করা হয়েছে। ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৬৯ এর ধারা ২০এ’ অনুযায়ী সিমটেক্স ইন্ডাষ্ট্রিজের বর্তমান স্বতন্ত্র পরিচালক মো. আকরাম হোসেন এবং শাহ মো. আসাদ উল্লাহ, মনোনীত পরিচালক শরীফ শহিদুল ইসলামের পরিবর্তে ইস্যুকারী পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে কোম্পানির বিদ্যমান পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

নতুন পাঁচ স্বতন্ত্র পরিচালকরা হলেন- পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব. ) শেখ মামুন খালেদ। অন্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুবোধ দেবনাথ, দ্যা জুরিস্ট ঢাকা বাংলাদেশের পাটনার কাওসার আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল কাইউম, ব্যবসায়ী আবিদ আল হাসান ও শেখ মামুন খালেদ।


ড. মো. আব্দুল কাইউম এর আগে প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট হিসাবে সুনামের সহিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের দায়িত্ব পালন করেন৷ এছাড়াও তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন৷ ২০১৭ ও ২০২২ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন৷ বর্তমানে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্নমহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন৷

 

প্রসঙ্গত, তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম কোন শিক্ষক  যিনি সরকারি কমিশন থেকে সরাসরি নিয়োগ পেয়েছেন।


একুশে সংবাদ.কম/সম

Link copied!