ঢাকাস্থ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকার উত্তরার স্ন্যাক্সি রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রাক্তন শিক্ষার্থীরা জনান, বিশ্ববিদ্যালয় জীবনের সম্পর্কের বন্ধন আজীবন সুদৃঢ় রাখতেই এমন আয়োজন। এ আয়োজনের মধ্য দিয়ে ১০১ একরের বাইরে নোবিপ্রবিয়ানদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে এমনটাই চাওয়া তাদের।
ইফতার মাহফিল ও পুনর্মিলনীর সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী তানজীব আহসান বলেন, `আমরা নোবিপ্রবিয়ানরা ঐক্যবদ্ধ থাকতে চাই। বিশ্ববিদ্যালয় জীবনের সকল ভেদাভেদ ভুলে নোবিপ্রবিয়ানদের প্রয়োজনে সবসময় একতাবদ্ধ থেকে কাজ করতে চাই। সে লক্ষ্যকে সকলকে একত্রিত করার এই আয়োজন। আমরা চাই এই আয়োজন আরো বড় হোক।`
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :