কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞানের বিভাগের আয়োজনে `আমার ব্র্যাক জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা` শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সাবেক ভাইস-চেয়ারপারসন ও আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ মোশতাক রাজা চৌধুরী। তিনি তার লিখিত বই ``আমার ব্র্যাক জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা` নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্র্যাকও শিক্ষা, কৃষি, চিকিৎসা, খাদ্য, গবেষণাসহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। সেখানে একজন উন্নয়নকর্মী কিভাবে বেড়ে উঠে সে বিষয়ে বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু জ্ঞান বিতরণ করা নয়, বিতরণের পাশাপাশি জ্ঞান তৈরি করতে হবে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে জ্ঞান শুধু বিতরণ করা হয় কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে দু`টি করা হয় একসাথে। এজন্য বেশী বেশী গবেষণা করা প্রয়োজন। ব্র্যাকও গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে কাজ করে যাচ্ছে।’
প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, ‘ব্র্যাক বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখে চলছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নের ধারণায় পরিবর্তন আনতে এবং দেশের উন্নয়নে কাজ করেছে ব্র্যাক। বর্তমানে এটি বিশ্বের একটি বৃহৎ অর্গানাইজেশনে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে যেভাবে কাজ করছে তা বিশ্বের কাছে ব্র্যাককে রোল মডেল হিসেবে তৈরি করেছে।’
আলোচনা সভায় নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সামাজিক অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহা. আমিনুল ইসলাম আকন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম এবং বিশ্বব্যাংকের সাবেক প্রকৌশলী লুৎফুর কবির।
এসময় বিভাগের ছাত্র উপদেষ্টা ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি শামিমা নাসরিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :