সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাঁধন ইউনিট (ঢাকা সিটি জোন) এর আয়োজনে ২ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিদ্যমান সংগঠনগুলোর মধ্যে অন্যতম একটি সংগঠন "বাঁধন" যারা কার্যক্রম শুরুর পর থেকেই সক্রিয়তার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা এবং শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা বাঁধনের অন্যতম প্রধান কাজ।
গত ২৭ ও ২৯ মে ২০২৩ ইং বাঁধন সোহরাওয়ার্দী কলেজ ইউনিট এর আয়োজনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সর্বমোট ১৪০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
কর্মসূচির ১ম দিন অর্থাৎ ২৭ মে ২০২৩ ইং (শনিবার), সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন বাহাদুর শাহ পার্কে সাধারণ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় সংগঠনটি। এদিন ৫৮ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচির ২য় দিন অর্থাৎ ২৯ মে ২০২৩ ইং (সোমবার), সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এদিন তারা ৮২ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি শারমিন আক্তার বলেন, "আলহামদুলিল্লাহ, ২ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এ কর্মসূচিকে বাস্তবায়ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে অন্যান্য প্রোগ্রাম গুলো আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার চেষ্টা করবো।"
এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের নবীন প্রবীণ সকল বাঁধনকর্মীর উপস্থিতিতে এবারের কর্মসূচী খুব সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। এত বেশি সদস্যদের উপস্থিতি আমাদের ক্যাম্পেইনকে প্রাণবন্ত করেছে। আমরা বাঁধনের অন্যান্য লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।"
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একঝাঁক তরুণদের হাত ধরে বাঁধনের পথচলা শুরু। বর্তমানে বাংলাদেশের ৫৪ টি জেলার ৭৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ১৪৪ টি ইউনিটে বাঁধনের কার্যক্রম পরিচালনা হচ্ছে।
পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজে ২০২০ সালের ৩রা ফেব্রুয়ারী বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ পরিবারের আত্মপ্রকাশ ঘটে যা ২০২১ সালের ২৪ জুন ইউনিটে রুপান্তরিত হয়।
একুশে সংবাদ/শ.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :