গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন অতিষ্ঠ জনজীবনে শান্তি ও সুখের পরশ নিয়ে এসেছে মধুময় জ্যৈষ্ঠ মাস। চলছে বাহারি রং-বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মৌসুম। আর এই মৌসুমকে বর্ণিল এক `ফল উৎসব` এর মাধ্যমে বরণ করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)। উৎসবে আম, জাম, কাঠাল, লিচু ও আনারসসহ ছিলো বিভিন্ন ধরনের ফল।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির তৃতীয় তলায় সভাকক্ষে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
ববিসাসের কোষাধ্যক্ষ মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি ওবায়দুর রহমান।
ববিসাসের সভাপতি ওবায়দুর রহমান বলেন, `আমরা অধিকাংশই পরিবার ছেড়ে লেখাপড়ার তাগিদে দূরে আছি। আজকের এই ফল উৎসব সকলের মাঝে যেন এক পারিবারিক আবহের সৃষ্টি করেছে। আমি আশা রাখি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ এধরণের আয়োজন করতে পারে। প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এধরণের আয়োজন করা যেতে পারে। যাতে সকলে অংশ নিতে পারে।`
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. নবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য ও সহযোগী সদস্যরা।
একুশে সংবাদ.কম/জা.হো/বিএস
আপনার মতামত লিখুন :