AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববি সাংবাদিক সমিতির ফল উৎসব


ববি সাংবাদিক সমিতির ফল উৎসব

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন অতিষ্ঠ জনজীবনে শান্তি ও সুখের পরশ নিয়ে এসেছে মধুময় জ্যৈষ্ঠ মাস। চলছে বাহারি রং-বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মৌসুম।  আর এই মৌসুমকে বর্ণিল এক ‍‍`ফল উৎসব‍‍` এর মাধ্যমে বরণ করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)। উৎসবে আম, জাম, কাঠাল, লিচু ও আনারসসহ ছিলো বিভিন্ন ধরনের ফল।

 

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির তৃতীয় তলায় সভাকক্ষে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

 

ববিসাসের কোষাধ্যক্ষ মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি ওবায়দুর রহমান।

 

ববিসাসের সভাপতি ওবায়দুর রহমান বলেন, ‍‍`আমরা অধিকাংশই পরিবার ছেড়ে লেখাপড়ার তাগিদে দূরে আছি। আজকের এই  ফল উৎসব সকলের মাঝে যেন এক পারিবারিক আবহের সৃষ্টি করেছে। আমি আশা রাখি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ এধরণের আয়োজন করতে পারে। প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এধরণের আয়োজন করা যেতে পারে। যাতে সকলে অংশ নিতে পারে।‍‍`

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. নবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য ও সহযোগী সদস্যরা।

 

একুশে সংবাদ.কম/জা.হো/বিএস

Link copied!