AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুবির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রাণ-আরএফএল


খুবির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রাণ-আরএফএল

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু করা ‘প্রাণ-আরএফএল স্কলারশিপ ফর নেক্সট জেনারেশন লিডারশিপ’ প্রোগ্রাম থেকে এ বৃত্তি দেওয়া হবে।


শিক্ষার্থীদের বৃত্তির জন্য ভালো ফলাফলের ভিত্তিতে নিজ ডিসিপ্লিনে আবেদন করতে হবে। সেখান থেকে বৃত্তি দেওয়ার জন্য গঠিত কমিটির মাধ্যমে শীর্ষ ১০ শিক্ষার্থীকে বাছাই করা হবে। বৃত্তি হিসেবে পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য প্রতি মাসে নগদ অর্থ ও পাঁচ শিক্ষার্থীকে শিক্ষাসহায়ক উপকরণ ল্যাপটপ ক্রয়ে এককালীন নগদ অর্থ দেওয়া হবে।


রোববার (১১ জুন) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন ও প্রাণ-আরএফএল-এর মধ্যে বৃত্তি সংক্রান্ত চুক্তি সই হয়।


ডিপ্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর এসকে মাহমুদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।


প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, হেড অব করপোরেট ব্র্যান্ড
নুরুল আফসার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড.
মো. নুরুন্নবী এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরিফুল আলম এ সময়
উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ.কম/প.খ/বিএস

Link copied!