জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ রবিবার থেকে। পাঁচ দিন ব্যাপী ভর্তি পরীক্ষা কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত।
এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত জাবি ক্যাম্পাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে পরীক্ষা দিচ্ছেন। এতে করে দূর-দূরান্তের অনেক শিক্ষার্থী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউবা পরীক্ষার হল খুঁজে পেতে, আবার কেউ সাথে নিয়ে আসা মোবাইল, ব্যাগ কোথায় রাখবে তা নিয়ে চিন্তিত!
বরাবরের মতো এ সমস্ত শিক্ষার্থীদের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA/`ইচ্ছা` বিভিন্ন উদ্যোগ করেছে। তাদের উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পানি বিতরণ কার্যক্রম, পরীক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ জমা রাখা, হল খুঁজে পেতে সহায়তা করা। পাশাপাশি চালু আছে বাইক সার্ভিস কার্যক্রম। এসব সেবা বিনামূল্যে সরবরাহ করছে `ইচ্ছা`।
রায়হান রাকিন নামক এক শিক্ষার্থী বলেন, ` আমি গাজীপুর থেকে পরীক্ষা দিতে সকালে এসেছি। অনেক চিন্তিত ছিলাম আমার ফোন কোথায় রাখব! পরে ইচ্ছা`র টেন্টে গিয়ে আমার ফোন রাখি৷ পরীক্ষা শেষে ফোন হাতে পেয়েছি। সংগঠনের সদস্যরা সবাই আন্তরিক। তাদের এই সামাজিক সহায়তা কার্যক্রম সবসময় অব্যাহত থাকুক প্রত্যাশা করছি।`
ইচ্ছা`র সভাপতি মেহেদি হাসান তাদের সংগঠনের কার্যক্রম সমন্ধে বলেন, `ইচ্ছা প্রতিবছরের ন্যায় এবারো বিনামূল্যে শিক্ষার্থীদের পানি বিতরণ, মোবাইল ও ব্যাগ জমা রাখা, বাইক সার্ভিস চালু রেখেছে। কেননা অনেকে এসব সেবার নামে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে রাখছে। এতে করে শিক্ষার্থীরা ভোগান্তীর শিকার হচ্ছেন। তাদের এই দুর্ভোগ কমানোর জন্যই ইচ্ছা এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। সামনের দিনেও তা চলমান থাকবে।`
একুশে সংবাদ/আ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :