জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নুতন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন।
এ প্রসঙ্গে নতুন উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেয়ায় মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ ১৯৯২ সালে প্রভাষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি বাংলাদেশের বন্যপ্রাণীর শিক্ষা, গবেষণা ও সংরক্ষণে অসামান্য অবদানের জন্য জাতীয় পুরস্কার `বঙ্গবন্ধু পুরস্কার ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৪` লাভ করেন।
তিনি একাধারে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গবেষক হিসেবে তার খ্যাতি রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০টি বই এবং ১৪০ টি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশনা করেছেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :