AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বহিষ্কারাদেশ বহালে কুবি প্রশাসনের আপীল হাইকোর্টে নাকচ; অক্ষুণ্ণ থাকবে ছাত্রত্ব


বহিষ্কারাদেশ বহালে কুবি প্রশাসনের আপীল হাইকোর্টে নাকচ; অক্ষুণ্ণ থাকবে ছাত্রত্ব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ইকবাল মনোয়ারের আইনবহির্ভূত বহিষ্কারাদেশের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা আপীল নাকচ করে দিয়েছে আদালত।  

 

ইকবালের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হকের করা আপিলের প্রেক্ষিতে বুধবার (৩০ আগস্ট) চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানিতে বহিষ্কারাদেশ স্থগিতের আদেশ বহাল রেখেছেন।

 

আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন মো: সাঈদ আহমদ রাজা এবং ব্যারিস্টার মাহবুব শফিক৷ অপরদিকে শিক্ষার্থী ইকবালের পক্ষে ছিলেন  ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার অনিক আর হক এবং ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

 

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে এখনও কিছু জানি না। লিখিত কাগজ আসলে বলতে পারব।’

 

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, ‘ইকবালের বহিষ্কারাদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয়ের করা আপিলের প্রেক্ষিতে চেম্বার আদালতের মাননীয় বিচারপতি বহিষ্কারাদেশ স্থগিত রেখেছেন। এতে ইকবাল নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং তার ছাত্রত্ব অক্ষুণ্ণ থাকবে।’

 

প্রসঙ্গত, এর আগে গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈনের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ২ আগস্ট ইকবালকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। পরে ইকবালের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৪ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বহিষ্কারাদেশ স্থগিতের আদেশ দেন।

 


একুশে সংবাদ/স ক  

Link copied!