AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিএসসিসিতে অফিস নেই সামাজিক সংগঠনগুলোর: কক্ষ বরাদ্দ পেতে স্মারকলিপি


টিএসসিসিতে অফিস নেই সামাজিক সংগঠনগুলোর: কক্ষ বরাদ্দ পেতে স্মারকলিপি

কক্ষ বরাদ্দ, ক্যাফেটেরিয়া চালু, টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি ও সাউন্ড সিস্টেমের সমাধানসহ দশ দফা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘ঐক্যমঞ্চ’।

 

রোববার (৮ অক্টোবর) বেলা সাড়ে বারোটায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কার্যালয়ে দশ দফা দাবি সংবলিত এ স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

স্মারকলিপিতে বলা হয়- বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর নির্দিষ্ট কোনো কক্ষ না থাকায় তাদেরকে বাইরে উন্মুক্ত পরিবেশে সাংগঠনিক কার্যক্রম চালাতে হচ্ছে। ফলে কর্মশালা ও নিয়মিত কর্মসূচি পালনে দূর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে সংগঠনগুলো তাদের গতিশীলতা হারাচ্ছে। সংগঠনগুলোর পক্ষ দীর্ঘদিন থেকে টিএসসিসিতে কক্ষ বরাদ্দের দাবি থাকলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। টিএসসিসির ঊর্ধমুখী সম্প্রসারণের পর কক্ষগুলো তালা বদ্ধ থাকলেও সংগঠনগুলোকে কোন কক্ষ দেওয়া হচ্ছে না।

 

তাদের অন্য দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বাজেটে সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করা, টিএসসিসির ওয়াশরুমগুলো উন্মুক্ত ও ব্যবহার উপযোগী করা, সুপেয় পানির ব্যবস্থা করা, সংগঠনগুলোর জন্য অডিটোরিয়াম ও টিএসসিসির কক্ষ ভাড়ায় ছাড় দেওয়া এবং ক্যাম্পাস বন্ধের দিনেও টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদান।

 

ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, সংগঠনগুলোর গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ও টিএসসিসির বিভিন্ন সমস্যা গুলোর সমাধান চেয়ে আমরা ভিসি স্যার বরাবর স্মারকলিপি দিয়েছি। এই দাবিগুলো বাস্তবায়ন হলে সংগঠনগুলোর গতিশীলতা বৃদ্ধি পাবে। একইসাথে সকল সংগঠনগুলোতে আবারো নতুন প্রাণের সঞ্চার হবে।

 

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে এ বিষয়ে কথা বলবো। যদি পর্যাপ্ত কক্ষ থাকে তাহলে বরাদ্দ দেবো।

 

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের স্বার্থরক্ষা, সার্বিক বিকাশ সাধন, বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের পাশাপাশি ক্যাম্পাসে সৃজনশীল, মননশীল, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে কাজ করে থাকে ঐক্যমঞ্চ। ঐক্যমঞ্চের অধীনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসা পুরোনো সংগঠনগুলোসহ ২০টি অধিক সংগঠন রয়েছে।

 

একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা

Link copied!