দেশব্যাপী বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ বিক্ষোভ সমাবেশ পালন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ছাত্রসমাজের এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ঢাকা-পাবনা মহাসড়ক ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়।
স্বাধীনতা চত্বর প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে আহ্বান জানান।
এসময় ছাত্রলীগের নেতারা বলেন, অগ্নি-সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা কখনোই সফল হতে পারবে না। এভাবে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার জবাব দিতে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আবাসিক হল শাখা ও বিভিন্ন অনুষদসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :