আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজন এএসআই জসিম এবং অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় একে-অপরকে দায়ী করছে গ্রুপ দুটি।
দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা চলে বেশ কিছুক্ষণ। এসময় গ্রুপগুলো একে অপরকে ঢিল, ইট, পাটকেল, কাঁচের বোতল নিঃক্ষেপ সহ দেশীয় অস্ত্র রামদা, লোহার রোড হাতে দেখা যায়।
এরআগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সিএফসি গ্রুপের এক কর্মীর সাথে সিক্সটি নান গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিক্সটি নাইনের সেই কর্মীকে সিএফসি গ্রুপের কর্মীর শার্টের কলার ধরে থাপ্পড় মারে।
বিষয়টি দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে তারা নিজ নিজ হলে অবস্থান নেয়। একপর্যায়ে গ্ৰুপ দুটি সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ৩ সংঘর্ষ চলার পর পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদার জানান, দু’গ্রুপেকে সরিয়ে দুই হলের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে।
সংঘর্ষে জড়ানো সিএফসি গ্রুপ শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
একুশে সংবাদ/সা.খো.উ/সা.আ
আপনার মতামত লিখুন :