ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সফরের আয়োজন করতে যাচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরের বিবরণ: ঢাকা-কাশ্মীর-ঢাকা সফরের সময়কাল মে-জুলাই। পাসপোর্ট সম্পূর্ণ করার সময় মার্চ। নিবন্ধনের সময় মার্চ (শিক্ষক, ছাত্র এবং কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান/প্রধানের কাছে তাদের নিবন্ধন সম্পূর্ণ করবেন)। ট্যুর ফি জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা। পরিবারের সদস্যদের জন্য মাথাপিছু পঞ্চাশ হাজার টাকা প্রদান করেতে হবে।
রিপোর্টিং এ থাকবেন বিভাগীয় চেয়ারম্যান/অফিস প্রধানরা। মার্চ মাসের মধ্যে সহকারী রেজিস্ট্রার মোঃ বেলাল হোসেন নিবন্ধিত অংশগ্রহণকারীদের তালিকা সরবরাহ করবেন।
ট্যুর ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছেন প্রফেসর ডাঃ মোঃ সিরাজুল ইসলাম প্রধান, মোঃ মোস্তফা জামান সরকার, সকল বিভাগীয় চেয়ারম্যান, সহকারী রেজিস্ট্রার মোঃ বেলাল হোসেন।
শিক্ষক, ছাত্র, কর্মচারী এবং কর্মকর্তাদের মার্চ মাস এর মধ্যে তাদের নিবন্ধন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
একুশে সংবাদ/র.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :