ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম. ইকবাল হোসাইন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সহকর্মী ও পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ড. ইকবাল ১৯৭৩ সালের পহেলা মার্চ ভোলার জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ (চেয়ারম্যান বাড়ী) গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের (১৯৯১-৯২ শিক্ষাবর্ষ) ছাত্র ছিলেন। তিনি ২০০২ সালের ৩১ ডিসেম্বর একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ নভেম্বর বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।
মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :