AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আমরা রাজাকার’ স্লোগানের প্রতিবাদ ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৩ পিএম, ১৫ জুলাই, ২০২৪
‘আমরা রাজাকার’ স্লোগানের প্রতিবাদ ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

কোটা সংস্কার আন্দোলন থেকে ‘আমরা রাজাকার’ স্লোগানের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সোমবার ১৫ জুলাই সংগঠনটির সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এবং মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মাদ আবু কাওছার যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাস নতুন নয়। ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুকের রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের সুতিকাগার হিসেবে বিবেচিত। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, রাজাকার, আলবদরদের হাতে শহীদ হয়েছেন। বাঙালি জাতি এসব চিহ্নিত রাজাকার, আলবদরদের ঘৃণা করে।

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এই নতুন প্রজন্মকে একত্রিত করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা। যার ফলে ৫০ বছর পর হলেও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত রাজাকার, আলবদরদের এ দেশে বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে এ নিয়ে গর্ববোধ করি।

তারা বলেন, কিন্তু আমরা লক্ষ করছি কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু শিক্ষার্থী ‘আমরা রাজাকার’ বলে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের ঘৃণ্য তৎপরতার প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এই রাজাকার-আলবদর শব্দকে ঘৃণা করে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী যে কোনো যড়যন্ত্র বানচাল করে দেবে।


একুশে সংবাদ/এসএডি
 

Link copied!