রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রসহ সকল রাজনীতি নিষিদ্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই আল্টিমেটাম দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র ও শিক্ষক /কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং অন্যান্য সকল রাজনৈতিক ও জঙ্গি সংগঠন অবাঞ্চিত ঘোষণা করা হলো।
এখন থেকে যেকোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার কেউ বহাল থাকলে ২৪ ঘন্টার ভিতর পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :