AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ  ইবির নবনিযুক্ত উপাচার্যের


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
১২:৫০ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ  ইবির নবনিযুক্ত উপাচার্যের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার সকালে মুঠোফোনে তিনি এ অনুরোধ জানান। একইসঙ্গে আজ মঙ্গলবার দুপুরের পর তিনি ক্যাম্পাসে আসবেন বলে জানিয়েছেন।

জানা যায়,দীর্ঘ ৪৬ দিন উপাচার্য শূন্য থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার বিকেলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উপদেষ্টারাও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি। অন্যদেরও শুভেচ্ছা গ্রহণ করার নির্দেশনা নেই। তাই শুভেচ্ছায় কোন ফুল নয়, ভালোবাসা ও আন্তরিকতাই যথেষ্ট।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!