AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"খুলনা বিশ্ববিদ্যালয়ে সিরাত কনফারেন্সে শায়খ আহমদুল্লাহ"


খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আয়োজিত ‘সিরাত কনফারেন্স’-এ অংশ নিয়েছেন দেশের অন্যতম খ্যাতিমান ইসলামিক স্কলার ও সমাজকর্মী শায়খ আহমদুল্লাহ। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সের প্রধান আলোচক ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে অনুসরণ করার আহ্বান জানান। তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন, “বিশ্বনবীর আদর্শই মানবজাতির প্রকৃত শান্তি ও মুক্তির পথ।”

অনুষ্ঠানে আরও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ এস এম নাহিদ হাসান এবং ইত্বকান ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা কবির আনোয়ার। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

এই সিরাত কনফারেন্স শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং নৈতিক আদর্শ নিয়ে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেছে।

একুশে সংবাদ/ এস কে


 

 

 

Link copied!