AB Bank
ঢাকা শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবির ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার


Ekushey Sangbad
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১১:৫৬ এএম, ১ নভেম্বর, ২০২৪
পবিপ্রবির ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার আয়োজন করেছে সেঞ্চুরি এগ্রো লিমিটেড। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষদীয় অডিটোরিয়ামে ইন্টার্ন ডাক্তার এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষদের ডীন প্রফেসর ড. ফয়সল কবীর। আরো উপস্থিত ছিলেন ইন্টার্ন কমিটির সচিব প্রফেসর ড. সেলিম আহম্মদ,  ইন্টার্ন কমিটির সদস্য প্রফেসর ড. আলী আসগর, প্রফেসর ড. শাহ্ আলম  এবং বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ। 

ইন্টার্ন কমিটির সচিব প্রফেসর ড. সেলিম আহম্মদ এর  সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। সেঞ্চুরি এগ্রো লিমিটেড এর পক্ষ থেকে এসিসট্যান্ট ম্যানেজার ডাঃ খালিদ হাসান রেজা বিভিন্ন রোগের ঔষধ, ব্যাবহার, ক্ষতিকারক দিক, ফার্ম প্লানিং এবং ম্যানেজমেন্ট  নিয়ে প্রায় দুই ঘন্টার একটি সায়েন্টিফিক সেশন পরিবেশন করেন। 

ইন্টার্ন কমিটির সচিব প্রফেসর ড. সেলিম আহম্মদ বলেন, "সেমিনার থেকে বিভিন্ন রোগ সম্পর্কে ধারনা পেয়েছে শিক্ষার্থীরা এবং অনুপ্রেরণা মূলক কথাগুলো যাতে পর্বর্তীতে আমার ইন্টার্ন শিক্ষার্থীরা ফিল্ড প্রাক্টিস করে প্রাণিসম্পদকে এগিয়ে নিয়ে যেতে পারে"

ফিজিওলোজি এন্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর ড. আহসানুর রেজা বলেন, ডিজিস ডায়াগনোসিস এর পরে ট্রিটমেন্ট এর ক্ষেত্রে ভালো ড্রাগস নির্নয় করা খুবই গুরুত্বপূর্ণ। 

ইন্টার্ন শিক্ষার্থী আমানুল ইসলাম আমান বলেন, " আমাদের এই পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবাধর্মী। দেশকে এগিয়ে নিয়ে যেতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিপ্রবির দক্ষ গ্রাজুয়েটরা কাজ করে যাচ্ছেন। আমরা ১৭তম ব্যাচের ইন্টার্নশিপ শিক্ষার্থীরাও দেশে এবং দেশের বাইরে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ইন্টার্নশিপ সম্পন্ন করে, অভিজ্ঞতা লাভ করবো । আমাদের এই অভিজ্ঞতা দেশের প্রাণি সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উল্লেখ্য যে, ইন্টার্ন ডাক্তারদের নিয়ে ইতিমধ্যেই এসিআই এনিম্যাল হেলথ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ক্যামিস্ট ল্যাবরেটিজ সায়েন্টফিক সেমিনার করেছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!