AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববির নবনিযুক্ত প্রো-ভিসির সাথে ববি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ


ববির নবনিযুক্ত প্রো-ভিসির সাথে ববি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো- ভিসি প্রফেসর ড. গোলাম রব্বানি এর  সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)। রবিবার  (৩রা নভেম্বর ) দুপুর  ১২টায়  প্রো-ভিসির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন ববিসাস নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ববি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম সহ ববিসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে প্রো- ভিসি বলেন, আমি শিক্ষার্থীবান্ধব৷ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই৷ এসময় তিনি সাংবাদিক সমিতির সহযোগিতা কামনা করেন৷

উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো.শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. গোলাম রব্বানি, ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!