AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণমাধ্যমে সংবাদ প্রকাশ, সেই কক্ষ বরাদ্দ বাতিল করলেন ডিন


গণমাধ্যমে সংবাদ প্রকাশ, সেই কক্ষ বরাদ্দ বাতিল করলেন ডিন

‘নিয়মনীতির তোয়াক্কা না করে অ্যালামনাই কমিটিকে কক্ষ বরাদ্দ, ক্ষোভ’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই কমিটির কক্ষ বরাদ্দ বাতিল করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মতিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ‘কক্ষ বাতিল প্রসঙ্গে’ এ চিঠিটি অ্যালামনাই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া হয়েছে। 

চিঠি সূত্রে, লোক প্রশাসন বিভাগের অ্যালামনাইদের জন্য মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩১ নং কক্ষটি বরাদ্দ দেয়া হয়েছিল। যা গত ০২ নভেম্বর তারিখে চিঠি দিয়ে জানানো হয়েছিল। অনিবার্য কারণবশত উক্ত কক্ষটির বরাদ্দ বাতিল করা হলো। 

এর আগে, গত ০২ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মতিনুর রহমান অনুষদীয় সভা ও উপাচার্যের অনুমোদন ছাড়াই নিজস্ব সিদ্ধান্তে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাইকে ওই কক্ষ বরাদ্দ দেন। পরে শুক্রবার (০৮ নভেম্বর) রাতে বিষয়টি প্রকাশ্যে আসলে ক্ষোভ প্রকাশ করেন একাধিক অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মতিন। পরবর্তীতে শনিবার বিকেলে ওই কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত বাতিল করে চিঠি দেন তিনি। তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!