AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বশেমুরবিপ্রবি‍‍`তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
১২:৪৫ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
বশেমুরবিপ্রবি‍‍`তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিযোগিতার  উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ কর্তৃক আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. রাজিউর রহমান। এ সময় প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের ছাত্ররা অনেক বেশি খেলাধুলাপ্রিয়। ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য খেলায় ছাত্ররা ভালো ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করতে পারে। আমি চাইবো শিক্ষার্থীরা ভালো থাকুক, ভালো খেলুক, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং একটি সুন্দর পরিবেশ বিরাজ করে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আনন্দময় শিক্ষা ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয় না। আর খেলাধুলা হচ্ছে আনন্দের অন্যতম অনুষঙ্গ। যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা-মারামারিতে লিপ্ত না হয়ে খেলোয়ারসুলভ আচরণের প্রকাশ ঘটিয়ে অনেক দূর এগিয়ে যাবে।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া ১০ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৩৪টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!