AB Bank
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবি‍‍`তে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


পবিপ্রবি‍‍`তে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) বিজনেস ক্লাবের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা,"No Skill, Know Skill" অনুষ্ঠিত হয়েছে। 

২০ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় এ কর্মশালা শুরু হয়। এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ও মোবাইল অপারেটর জায়ান্ট গ্রামীণফোনের কোলাবোরেশান এর মাধ্যমে আয়োজন করা হয়।

বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোঃ হাসান উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি‍‍`র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ  সুজাহাঙ্গীর কবির সরকার, গ্রামীণফোন লিমিটেড এর খুলনা ঞ্চলের জেনারেল ম্যানেজার সানুয়ার হোসেন, সিনিয়র ক্লাস্টার ম্যানেজার আবু জাফর মোহাম্মদ সালেহ, ক্লাস্টার ম্যানেজার মাবিয়া আলম মিম ও ক্লাস্টার ম্যানেজার বিজয় বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক -শিক্ষার্থীরা। 

উপস্থিত বক্তারা কর্পোরেট দুনিয়ার হাল-হাকীকত, মাল্টি-ন্যাশনাল চাকরি সহ বেসরকারি চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। এসময় গ্রামীণফোন লিমিটেডের কর্মকর্তারা তাদের কোম্পানি বিস্তারিত আলোচনা করেন। গ্রামীণফোনে চাকরির সুযোগ ও চাকরি প্রাপ্তির বিভিন্ন কৌশল নিয়েও তারা আলোচনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আরমান বিন আওলাদ ও ইপ্সিতা সাবরিন তিতলি।

প্রধান অতিথির  বক্তব্যে পবিপ্রবি‍‍`র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "আমাদের শিক্ষার্থীরা গ্রামীণফোন লিমিটেড এর মত বড় প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছে যা সত্যিই আনন্দের। আশা করি ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে নেতৃত্ব দিবে। এমন কর্মশালা আমাদের শিক্ষার্থীদের জন্য খুব ই সুফল বয়ে আনবে।" বক্তব্যের শেষে তিনি অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!