AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা


Ekushey Sangbad
কুবি প্রতিনিধি
১১:৫৬ এএম, ২৪ নভেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

১৯৩ সদস্যবিশিষ্ট কুমিল্লা মহানগরের এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান এবং সদস্য সচিব হিসেবে আইসিটি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাশেদুল ইসলাম। 

এছাড়া, মুখ্য সংগঠক হিসেবে আছেন ৫নং ওয়ার্ডের মুস্তফা জিহান এবং মুখপাত্র হিসেবে ৮নং ওয়ার্ডের জাবেদ আহমেদ ভূঁইয়া। তাছাড়া এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্য সচিব, ২৮ জনকে সংগঠক এবং ১৩৩ জনকে সদস্য করা হয়েছে। 

কুমিল্লা মহানগরের  আহ্বায়ক আবু রায়হান  বলেন, ‍‍`কুমিল্লা আওয়ামী ফ্যাসিবাদের কবরস্থান, জুলাই বিপ্লবের রাজধানী।  স্বাধীন বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কুমিল্লা অগ্রগামী ভূমিকা পালন করবে। সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা নিষ্ঠার  সাথে পালন করে তারা গোটা জাতির আমানত রক্ষা করবেন বলে আমরা আশা করি। পাহাড়সম চাপ সত্বেও তাদের আগামী দিনের দুর্গম পথচলা নির্ঝঞ্ঝাট  হোক।‍‍`

উল্লেখ্য, ঘোষিত এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!