AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে পরিবেশবান্ধব গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার অনুষ্ঠিত


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৭:১৪ পিএম, ২৪ নভেম্বর, ২০২৪
যবিপ্রবিতে পরিবেশবান্ধব গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার অনুষ্ঠিত

বৈদ্যুতিক গাড়ির চার্জের সহজলভ্যতা, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ, কমদামে বাজারে সহজলভ্য, কারিগরি দিকসহ নানা উপকারিতা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। 

আজ রোববার দুপুরে যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে "ইন্টিগ্রেশন অব ইলেক্ট্রিক ভেইকল ইন মাইক্রোগ্রিডস উইথ রিনিউবল জেনারেশন" শীর্ষক সেমিনারটি আয়োজন করে যবিপ্রবির রিসার্চ সেল। সেমিনারে সার্বিক সহযোগিতা করে যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। 

অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এ ধরনের বিষয় উন্নত বিশ্বে গবেষণা এগিয়ে গেলেও আমাদের দেশে এটির গবেষণা অনেকাংশে নতুন। এ সেমিনার আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলবে। আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এ ধরনের গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষার্থীরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে, এটি তাদের জন্য একটি বাড়তি দক্ষতা হিসেবে বিবেচিত হবে। যবিপ্রবি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, এটি ধরে রাখতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আরও বেশি গবেষণায় মনোযোগী হতে হবে। তিনি যবিপ্রবির সাথে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির মধ্যকার একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।   

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ডাটা ইঞ্জিনিয়ারিং স্কুলের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তিনি বর্তমান বিশ্বে বৈদ্যুতিক গাড়ির চার্জের সহজলভ্যতা, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ, কমদামে বাজারে সহজলভ্য, কারিগরি দিকসহ নানা উপকারিতা বিষয়ে গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, আগামী পৃথিবী হবে বৈদ্যুতিক যানের। বর্তমানে উন্নত দেশগুলোতে কিভাবে বৈদ্যুতিক যানের উন্মেষ ঘটছে এবং আমাদের দেশে কেন হচ্ছে না তার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। মাইক্রোগ্রিডের সাথে বৈদ্যুতিক যানের সংযোগের বিষয়েও তিনি আলোচনা করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির সাথে যবিপ্রবির মধ্যকার সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। 

রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. কে এম আনিসুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (চলতি দায়িত্ব) ড. মো. আমজাদ হোসেন, ইইই বিভাগের চেয়াম্যান ড. ইমরান খান, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান জুয়েল প্রমুখ। সেমিনারে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন ইইই বিভাগের প্রভাষক মো. তারেকুজ্জামান।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!