AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবির বিজয় ২৪ হলে বিজয় ভোজের আয়োজন 


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
১২:১৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২৪
কুবির বিজয় ২৪ হলে বিজয় ভোজের আয়োজন 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে বিজয় ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাত ৯ টায় হলের টেলিভিশন কক্ষে প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খানের সভাপতিত্বে এবং আবাসিক শিক্ষার্থী মীর মো: ইকবাল হোসেনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে ১২তম আবর্তনের শিক্ষার্থী মোতাছিম বিল্লাহ রিফাত, ১৪তম আবর্তনের মো: পাবেল, ১৫তম আবর্তনের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি প্রমুখ হলের অভ্যন্তরে মাদক নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ, ডাইনিং ব্যবস্থায় ভূর্তকী, ফাস্ট এইড রাখা এবং গেটে হলের নতুন নামফলক লাগানোর দাবি তুলে ধরেন।

সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ‍‍`হলের যেসব সমস্যা গুলো তুলে ধরা হয়েছে, সেগুলোর যৌক্তিকতা রয়েছে। নতুন বাজেটের সাথে সঙ্গতি রেখে এসব সমস্যা গুলো খুব শীঘ্রই সমাধান করা হবে।‍‍` 

হলের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‍‍`ডাইনিং বয় ও হল ক্লিনারদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা দেওয়া হবে। বেতন বৃদ্ধির কথা যদি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে তাহলে তাদের বেতন অবশ্যই বৃদ্ধি করা হবে। হলের ছাত্র প্রতিনিধিদের উল্লেখিত দাবিসমূহ অতি শীঘ্রই পূরণ করা হবে।‍‍` 

সভাপতির বক্তব্যে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‍‍`এখন থেকে প্রতি ২ মাস পরপর ডাইনিং ম্যানেজার পরিবর্তন হবে। এ মাস থেকেই আমি এ নিয়ম চালু করে দিয়েছি। শিক্ষার্থীদের খাবারের মান ঠিক রাখতে এ পদ্ধতি গ্রহণ করেছি। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে হলের পরিবেশ সুস্থ, স্বাভাবিক রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।‍‍` 

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম, হাউজ টিউটর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক, বাংলা বিভাগের প্রভাষক গোলাম মাহমুদ পাভেল ও হলের কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার মুহম্মদ জিল্লুল হাসান সহ হলের আবাসিক শিক্ষার্থীরা

উল্লেখ্য, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ রাখা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!