AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আঁখি-আইভি’র নেতৃত্বে ইবির ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটি


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৪:৪৯ পিএম, ৩ ডিসেম্বর, ২০২৪
আঁখি-আইভি’র নেতৃত্বে ইবির ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আঁখি খানম সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সিফাত জাহান আইভি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। 

সোমবার বিকেল ৩টায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. কে. মুহাঃ নুরুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সানজিদা ফেরদৌসী লাবণ্য, যুগ্ম সাধারণ সম্পাদক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদৌস তানজিনা, অর্থ সম্পাদক উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আয়শা খাতুন, সহ-অর্থ সম্পাদক কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষার্বষের জান্নাতুল ফেরদাউস বর্ষা, প্রচার সম্পাদক জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সীমা আক্তার, সহ-প্রচার সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইশরাত জাহান এ্যানি, দপ্তর সম্পাদক আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তানিয়া আক্তার, সহ-দপ্তর সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সোনিয়া আক্তার সুবর্ণা, ব্যবস্থাপনা সম্পাদক আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাবেয়া খাতুন, সহ-ব্যবস্থাপনা সম্পাদক ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রিফাতুন জান্নাত নিলা,  বিতর্ক গবেষণা সম্পাদক একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সানজীদা আক্তার এবং সহ-বিতর্ক গবেষণা সম্পাদক ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আজমেরী রহমান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন  জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোছাঃ সুর্বনা আকতার, সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের যারিন তাসনিম রাফা, ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাবেয়া অনি ও তাহমিদা টুম্পা। এসময় কার্যনির্বাহী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ২০২৩-২৪ কার্যবর্ষের সহ-সভাপতি শারমিন ইসলাম রিমি, বিতর্ক গবেষক মারজান সাঈদা ও রত্না রাণী কুন্ডু।

সাধারণ সম্পাদক সিফাত জাহান আইভি বলেন, এই ডিবেটিং সোসাইটিকে প্রাণোচ্ছল পরিবেশে ফিরিয়ে আনা আমার প্রথম লক্ষ্য। প্রতিটি সদস্যকে বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্লাটফর্মে সেরা ও উদ্যমী হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এই হল ডিবেটিং সোসাইটিরকে বিশ্ববিদ্যালয়ের সেরা ডিবেটিং সোসাইটি হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এখানে বিতর্কের পাশাপাশি সুস্থ মনন এবং প্রকৃত মানুষ হওয়ার চর্চা করা হবে। এছাড়া প্রয়াত নওরীন নুসরাত আপুর এই ডিবেটিং সোসাইটি নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাঁর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবো৷

সভাপতি আঁখি খানম বলেন, আমাদের হল ডিবেটিং সোসাইটি বরাবরই সর্বোচ্চ সুনাম অর্জন করে এনেছে এবং সেই ধারা অব্যহত রেখে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। আশা করি আমাদের নতুন কমিটি নতুন উদ্যামে সামনে এগিয়ে যাবে এবং নতুন নতুন বিতার্কিক তৈরী করার জন্য সহনশীল ও সুন্দর পরিবেশ তৈরী করবে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম আরো বেশি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!