AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‍‍`বাঁধন‍‍` পবিপ্রবি ইউনিটের বরিশাল ক্যাম্পাসে নতুন কমিটি গঠিত


‍‍`বাঁধন‍‍` পবিপ্রবি ইউনিটের বরিশাল ক্যাম্পাসে নতুন কমিটি গঠিত

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাস জোনাল পরিষদের ২০২৪ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ক্যাম্পাসের নবগঠিত কমিটিতে ক্যাম্পাস প্রতিনিধি পদে বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তাহসিন আর ফয়সাল। আহ্বায়ক পদে ডিভিএম ৪র্থ বর্ষের শিক্ষার্থী অর্জুন দাস এবং সদস্য সচিব পদে অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আল আরাবী মাদরাফী মনোনীত হয়েছেন।

৩ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৮ টায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ক্যাম্পাস কমিটির অধীনে "বাঁধন" বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল কমিটি ও ফজিলাতুন্নেসা মুজিব হল কমিটি গঠন করা হয়েছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল কমিটিতে হল প্রতিনিধি পদে বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল আলম। আহ্বায়ক পদে এএইচ ৩য় বর্ষের শিক্ষার্থী আকিদুল ইসলাম এবং সদস্য সচিব পদে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী আবদুল বাতেন মনোনীত হয়েছেন।

অন্য দিকে ফজিলাতুন্নেসা মুজিব হল কমিটিতে হল প্রতিনিধি পদে আফিয়া জাহান তনু, আহ্বায়ক পদে হোমাইরা বিনতে রউফ এবং সদস্য সচিব পদে আফরিন জাহান মুন মনোনিত হয়েছেন।

নবগঠিত ক্যাম্পাস কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম ও বিপ্লব কুমার পাল, সহ-সদস্য সচিব শামসুল আবেদিন ইমন, কোষাধ্যক্ষ জাওয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান এবং তথ্য ও শিক্ষা সম্পাদক আসিফ করিম।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!