AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চবিতে প্রশ্ন ফাঁস, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষা স্থগিত


Ekushey Sangbad
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি
০৬:৪৩ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
চবিতে প্রশ্ন ফাঁস, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পরীক্ষা স্থগিত করা হয়।

জানা গেছে, গতকাল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে একটি উড়োচিঠি আসে। ওই চিঠিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের সব কোর্সের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া এতে আজ অনুষ্ঠিতব্য প্রশ্নপত্র দেওয়া হয়। এরই প্রেক্ষিতে  প্রশ্নপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আলাউদ্দিন মজুমদার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্যা পাটওয়ারী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আসেন। পরে আজকের প্রশ্নপত্রের সঙ্গে গতকাল চিঠিতে দেওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পান। এরপর উপাচার্য পরীক্ষা স্থগিত করার আদেশ দেন।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, উড়োচিঠির সত্যতা নিশ্চিত করার জন্য বিভাগে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রশ্নপত্রের সঙ্গে অভিযোগে দেওয়া প্রশ্নপত্রের পুরোপুরি মিল পাই। পরে পরীক্ষা কমিটি এই পরীক্ষা স্থগিত করে।

চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা জরুরি সিন্ডিকেট সভা ডেকেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আলী আজগর ঢাকা পোস্টকে বলেন, আমার ই-মেইল হ্যাকড করে অথবা গুগুল ড্রাইভ এক্সেস নিয়ে কেউ এটা ফাঁস করেছে। এটাই আমার আশঙ্কা হচ্ছে।

সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান রওশন আক্তার ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা কমিটি সুপারিশ করেছে পরীক্ষা স্থগিত করা হয়েছে। জরুরি একাডেমিক মিটিং করে এই সিন্ধান্ত নেওয়া হয়।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!