AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৮:১৩ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  সাবেক কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রেস্ট হাউজের কক্ষ দখলের অভিযোগ উঠেছে। কক্ষটি ১ হাজার ১৪ দিন তার দখলে থাকায় ভাড়া বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস। এছাড়া এক সপ্তাহের মধ্যে বকেয়া টাকা প্রদানের জন্য কর্তৃপক্ষ তাকে চিঠি দিয়েছে বলে জানা গেছে। তবে সাবেক কোষাধ্যক্ষ এসব তথ্যকে ভিত্তিহীন ও ব্যক্তিগত প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন। একইসঙ্গে অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের কমিটি করেছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

জানা যায়, বিশ্বিদ্যালয়ের কোষাধ্যক্ষ থাকাকালীন ক্যাম্পাস্থ রেস্ট হাউজের ৩০৩ নং কক্ষটি গত ২৬ অক্টোবর ২০২১ থেকে ৭ আগস্ট ২০২৪ পর্যন্ত মোট ১ হাজার ১৪ দিন ড. ভূঁইয়ার দখলে ছিল। তারমধ্যে ১শত ২৪ দিন তার অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ে আগত অতিথিরা সেখানে থাকলে যথারীতি ভাড়া পরিশোধিত হয়। বাকি ৮শত ৯০ দিন দিনের ভাড়া বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা এখনো প্রদান করেননি তিনি। বকেয়া টাকা প্রদানের জন্য ৭ দিনের সময় বেধে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বকেয়া ভাড়া না দিলে তার বেতন থেকে বকেয়ার টাকা কেটে নেওয়া হবে বলে তাকে চিঠির মাধ্যমে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চিঠির জবাবে ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, রেস্ট হাউজের ভাড়ার বিলটি ভুল তথ্য সম্বলিত ও বিভ্রান্তিকর। আমি কখনও কোনো কক্ষ দখল করিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে অতীব জরুরী এবং গোপনীয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজে মোট ১৮ দিন কক্ষটি ব্যবহার করেছি। এর বাইরে ব্যক্তিগত প্রয়োজনে একদিনও ওই কক্ষ ব্যবহার করিনি।

এদিকে অভিযোগ তদন্তে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্য সদস্যরা হলেনÑ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও সহকারী প্রক্টর লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম। কমিটিকে উপাচার্যের নিকট যথাশীঘ্র রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা বসবো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!