AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে সকল সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা


Ekushey Sangbad
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০২:৫৯ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৪
কুবিতে সকল সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ (৬ ডিসেম্বর) থেকে আগামী রবিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে দেওয়া একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‍‍`বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তমতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনিবার্য কারণবশত আজ (শুক্রবার) দুপুর ১২ টা থেকে আগামী ০৮ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম/অনুষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের জড়ো করে কোনো অনুষ্ঠান না করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হলো।‍‍`

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‍‍`আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল বডির জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।‍‍`

এদিকে আজ (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধা ও খিচুড়ি ভোজের আয়োজনের কথা ছিলো। 

এ বিষয়ে প্রক্টর বলেন, ‍‍`যারা প্রোগ্রামের আবেদন করেছিলো তাদের জানিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার বিষয়ে। আজকের প্রোগ্রামও স্থগিত থাকবে।‍‍`

প্রোগ্রামের বিষয়ে আয়োজকদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইভা বলেন, ‍‍`আমাদেরকে প্রক্টর স্যার জানিয়েছে নিষেধাজ্ঞার বিষয়। আমরা এখনো প্রোগ্রাম বন্ধের কোনো সরাসরি সিদ্ধান্ত নেইনি। আমরা প্রক্টর স্যারের সাথে কথা বলতে যাচ্ছি।‍‍`

একুশে সংবাদ/ এস কে

Link copied!