AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুয়েটের পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৯:৫২ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৪
বুয়েটের পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

"BUET AIChE Student Chapter" এর উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ফেস্ট ২০২৪ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয় । যেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের (যবিপ্রবি) " Team Nano-Carrier" এবং রানার্সআপ হয় "Team Eco-Fusion"।

চ্যাম্পিয়ন " Team Nano-Carrier" এর প্রতিনিধিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিকৌশল বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের তাজমিন সুলতানা এবং সুরাইয়া ইয়াসমিন সেতু। রানার্সআপ "Team Eco-Fusion" এর প্রতিনিধিত্ব করেন একই বিভাগের মো: ইসমাইল হোসাইন এবং সাকিবুল ইসলাম শুভ। 

বিজয়ী দলের প্রতিনিধিরা অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ আমরা " ইন্টার ইউনিভার্সিটি সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন এ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছি। আমরা শুরু থেকেই বেশ এক্সাইটিং ছিলাম কম্পিটিশন নিয়ে। জাভেদ স্যার এবং রমজান স্যার প্রথম থেকেই আমাদের অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা দিয়েছেন । উনাদের দোয়া এবং আন্তরিকতা আমাদের সাফল্যের অন্যতম সোপান ।ডিপার্টমেন্টের হয়ে আমাদের এই অর্জন ক্যাম্পাস জীবনের এক সুন্দর অভিজ্ঞতা। আমরা আশা করি আমাদের জুনিয়ররা সামনে আরও ডিপার্টমেন্টের সুনাম উজ্জ্বল করবে । আমরা সবার কাছে দোয়া ও উপদেশ প্রার্থী ।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ফেস্ট ২০২৪ এর পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় আংশগ্রহন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ২টি টিম, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে ১টি টিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে ১টি টিম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩টি টিম আংশগ্রহন করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!