AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
হুমায়ুন কবির, ঢাকা কলেজ
১২:৫০ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা থেকে আগত ঢাকা কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের (ত্রিমোহনা)’ ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ও পরিচিতি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, ছাত্র ও শিক্ষক উপদেষ্টাবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান ফজলে হাসান নিয়ন। সভাপতিত্ব করেন মো. রিয়াদ প্রধান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি মো. আকিব হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে পল্লী সংগীত, দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী শাওন খন্দকার । সবার সম্মিলিত সুরে চলছিল আনন্দগণ মুহূর্ত। 

এসময় শিক্ষক উপদেষ্টাদের মধ্যে ছিলেন ঢাকা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আখতারুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ। ওনাদের বক্তব্যের এক পর্যায়ে বলেন, নিজ জেলার শিক্ষার্থীদের মাঝে এতো সুন্দর একটি অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। সবাইকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমে জড়িত থাকার পরামর্শ দেন। তাছাড়া আগামীর দক্ষ নেতৃত্বের চর্চারও প্রয়োজন আছে বলে উল্লেখ করেন। চাঁদপুরের শিক্ষার্থীদের যেকোনো বিপদ আপদে ওনাদেরকে পাশে পাওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্রেও সবাইকে সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে থাকার জন্য পরামর্শ দেন। আগামীর বাংলাদেশের জন্য ভালো নাগরিক ও দেশপ্রেমের প্রতীক হিসেবে কাজ করারও প্রত্যাশা করেন।

ছাত্র উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন ঈশরাক,শাহাবুদ্দিন ইমন,মহিউদ্দিন মাফি,মেহেদী হাসান মাহি, জিয়াউর রহমান খন্দকার,শরীফ হোসেন, ফয়সাল পাটওয়ারী, আব্দুর রহিম রাজ, নাঈম,নোমান আলম মুন প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির স্বতঃস্ফূর্ত সহযোগিতায় "নবীনবরণ ও পরিচিতি পর্ব" সমাপ্ত হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!