AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "বিপ্লব-২৪" এর নেতৃত্বে সজীব-ফরিদ


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
১০:২৭ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

শোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‍‍`বিপ্লব-২৪‍‍` নামে সংগঠনের যাত্রা শুরু। নবগঠিত কমিটির আহ্বায়ক ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মোঃ সজীব হোসেন, সদস্য সচিব ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষার্থী মোঃ ফরিদ হাসান ও মুখ্য সংগঠক পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেন ।

বুধবার (২৫ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোঃ সামিউল আজিম, শাহরীন আফরিন শিপলা, সাকিব হাসান, সাদমান ফেরদৌস, আল-আমিন, আলফাজ হোসেন আরবি, আহনাফ আহমেদ বাঁধন, মোঃ নাঈম হাসান, সৈয়দ সিয়াম আহমেদ, হাসান আবরার মঈন।

নবগঠিত এ সংগঠনটির আহ্বায়ক মোঃ সজীব হোসেন বলেন, শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। ❝বিপ্লবের শপথ নিন,দেশ গঠনে অংশ নিন❞এই প্রতিপাদ্য নিয়ে ❝বিপ্লব-২৪❞ সংগঠনের যাত্রা।সচেতন নাগরিক হিসেবে মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করা,দেশের প্রান্তিক পর্যায়ে শিক্ষার সার্বিক গুরুত্ব সকল নাগরিকের কাছে তুলে ধরা,পরিবেশ সংরক্ষণে সকল নাগরিকদের সচেতন করা এবং জুলাই বিপ্লবের হাজার হাজার শহীদ ও আহতদের স্বপ্নের যে বৈষম্যহীন সমাজ এবং বাংলাদেশ কামনা সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি।বাংলাদেশের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।

বিপ্লব-২৪ এর সদস্য সচিব মোঃ ফরিদ হাসান বলেন, “বিপ্লবের শপথ নিন, দেশ সংস্কারে অংশ নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে “বিপ্লব ২৪” নামের সংগঠনটি। জুলাই বিপ্লবের চেতনা অক্ষুণ্ণ রাখা এবং সেই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি, ফ্যাসিস্ট শাসনের শিকার হয়ে গুম, খুন বা হত্যার শিকার নিরপরাধ মানুষের পরিবারের পাশে থাকা, দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা প্রদান, পরিবেশের উন্নয়ন এবং সমাজের ক্ষতিকর দিকগুলো দূর করে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা এ সংগঠনের লক্ষ্য। গু

টিকয়েক তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠা এই সংগঠনটি জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী চেতনাকে ধারণ ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এর কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!