AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফের পাবিপ্রবিতে চুরির ঘটনা


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০২:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
ফের পাবিপ্রবিতে চুরির ঘটনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফের চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) ভোরেরদিকে কম্পিউটার এর মালামাল চুরির ঘটনা ঘটেছে। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটলেও চুরি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিকেরা বলেন, আজকে ভোর সোয়া ছয়টার দিকে চারজন চোর পেছনের দেয়াল টোপকে ভেতরে প্রবেশ করে। তারা বেশ কিছু মালামাল পার করেছে, ইতিমধ্যে আমরা নতুন হলের ভেতর থেকে দেখতে পেয়ে চেচামেচি করলে চোর পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়। আমাদের চেচামেচি শুনে প্রধান ফটকে থাকা আনসার সদস্যরা চলে আসে।

‎প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, কিছুদিন আগেও চুরি হয়েছে৷ আমরা আনসার সদস্য এবং নিরাপত্তা দপ্তরে সেটা জানিয়েছি কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের পেছনের দেয়ালে পরিকল্পিতভাবে দেয়াল টপকানোর বিশেষ ব্যবস্থা করা রয়েছে।মূলত সেখান দিয়েই চোর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করছে।

‎এ বিষয়ে নিরাপত্তা দপ্তরের প্রধান এস.এম. হাসিবুর রহমান বলেন, আমি চুরির ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই জানতে পেরে স্টোর দপ্তরের বিষয়টি জানিয়েছি।তবে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে তারা সেখানে গেলেই জানাতে পারবো। ডিউটিরত অবস্থায় কিভাবে চোর ঢুকলো সে বিষয়েও খতিয়ে দেখা হবে এবং ওখানকার ডিউটিরত সদস্যদের বিরুদ্ধে আমি রেজিস্ট্রার দপ্তর বরাবর আজই একটি লিখিত অভিযোগ দিবো এবং তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

‎উল্লেখ্য, গত মাসের ২১ নভেম্বর(বৃহস্পতিবার) নির্মাণাধীন নতুন হলের লোহার পাইপ চুরির দায়ে মেহেদী হাসান (৩৫) নামের এক যুবককে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!