AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিসার্চ পেপার পাবলিকেশনে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৯:৩৭ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
রিসার্চ পেপার পাবলিকেশনে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক স্কোপাস ডাটার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

গত ৫ ডিসেম্বর নেদারল্যান্ডসভিত্তিক এলসেভিয়ার এই র‍্যাঙ্কিং প্রকাশ করে। এলসেভিয়ার’র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাপত্রের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করা হয়।

তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থানে রয়েছে যবিপ্রবি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি প্রায় ৪৫০টি গবেষণাপত্র প্রকাশ করেছে।

এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে এই সাফল্য ধরে রাখার জন্য আমাদের মূল লক্ষ্য গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং গবেষণামূলক শিক্ষাকে আরও এগিয়ে নেওয়া। এ বছর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গবেষণা প্রকল্প আমরা ফান্ডিং করেছি। পাশাপাশি, গবেষণার মানোন্নয়নে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কোপাস-ইনডেক্সড জার্নালে কমপক্ষে একটি গবেষণাপত্র প্রকাশের শর্তে স্কলারশিপ প্রদান করছি। এছাড়া গবেষণা ও উদ্ভাবনে শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রকাশিত গবেষণাপত্র: ১৫০০+)। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) (৮০০+) এবং তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭০০+)।

র‍্যাঙ্কিংয়ের মানদণ্ড বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণা, গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতে জ্ঞানের বিনিময়ের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়। এলসেভিয়ার প্রতিবছর ২,০০০-এরও বেশি জার্নাল প্রকাশ করে, যার মধ্যে প্রতিবছর প্রায় ২.৫ লাখ নিবন্ধ যুক্ত হয়।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!