AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেরোবিতে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ছাত্রদল নেতার আবেদন!


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৭:৩৪ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
বেরোবিতে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ছাত্রদল নেতার আবেদন!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিয়াম আল নাহিদকে বহিস্কার না করে তার পক্ষ নিয়ে আত্মসমর্পণ আবেদন পত্র জমা দিয়েছেন ছাত্রদল নেতা মো. তুহিন রানা।

সোমবার  (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশীদ বরাবর একটি আবেদন পত্র জমা দেন এই ছাত্রদল নেতা। এ সময় সিয়াম আল নাহিদের স্বাক্ষরটাও তুহিন নিজেই করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জানা যায়, সিয়াম আল নাহিদ ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এর আগে সিয়াম দুই বার অকৃতকার্য হয়।  তাই এবার বহিস্কার হলে  তার ছাত্রত্ব শেষ হয়ে যাবে বলে আবেদনে উল্লেখ করা হয়। 

সূত্র জানায়, জুলাইয়ের আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ছবি, ভিডিও ফুটেজ সহ একাধিক প্রমান পাওয়া যায় ছাত্রলীগ নেতা সিয়ামের বিরুদ্ধে। এছাড়া সিয়ামের রুম তল্লাশি করে হল কর্তৃপক্ষ হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং মাদক সামগ্রীও পেয়েছিল। 

উল্লেখ্য, সিয়াম আল নাহিদ সহ ৭১ জনকে জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলায় জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেটে  বিভিন্ন মেয়দে বহিস্কার করে।

এইদিকে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতাকে বাঁচানোর জন্য তার হয়ে (সিয়াম আল নাহিদ)  আত্মসমর্পণপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তুহিন রানা। এতে সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র বিরোধিতা করেন। এইটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেরোবির অন্যতম সমন্বয়ক এস এম আশিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা অস্ত্র, লাঠি নিয়ে  মাঠে নেমেছিলো।তারা কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষী হইতে পারে না।অপরাধী যে কেউ হোক না কেন কোন ছাড় হবে না।বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অন্য কোন কুচক্রীমহল যদি কোন ভাবে কোন অপরাধীকে বাচানোর চেষ্টা করো তা কোনভাবেই আমরা মেনে নেবো না।

এ বিষয়ে মো. তুহিন রানা বলেন, আমি মানবিক কারণে তার এই আত্মসমর্পণ পত্রটি তার হয়ে জমা দিয়েছি। কারণ সে এর আগে দুইবার অকৃতকার্য হয়েছে। আর একবার অকৃতকার্য হলে তার ছাত্রত্ব শেষ হয়ে যাবে।

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন বলেন, আমি বিষয়টি জানতাম না। এই মাত্র জানলাম। যদি ঘটনা সত্য হয় তাহলে আমরা ক্ষতিয়ে দেখব এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ বলেন, অভিযুক্ত ব্যক্তির আত্মসমর্পণ আবেদন পত্র জমা দিতেই পারে এটা তার অধিকার। আবেদন পত্রটি শৃঙ্খলা বোর্ডে পাঠানো হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!