AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, পাঁচ বাস আটকে দিল শিক্ষার্থীরা


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৯:৩৪ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, পাঁচ বাস আটকে দিল শিক্ষার্থীরা

গড়াই পরিবহনের হেলপার, চালক ও শ্রমিক ইউনিয়নের লোকজন কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গড়াই ও রূপসা পরিবহনের বাস আটকেছে শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে ৫ টা পর্যন্ত মোট ৫ টি বাস আটকেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হলেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ বিভাগের আসিফ মাহমুদ। 

ভুক্তভোগী শিক্ষার্থী আসিফ জানান, বেলা আনুমানিক ১১টার দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে গড়াই পরিবহন উঠেন। চালক গাড়ি দ্রুত চালালে আসিফ গাড়ির গতি কমাতে বললে পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে তাকে ড্রাইভার ও হেলপার মিলে তাকে মারধর করে। পরে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় গেলে সেখানে আসিফকে নামিয়ে পুনরায় চালক, হেলপার এবং কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন আসিফ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গড়াই ও রূপসা পরিবহনের ৫টি গাড়ি আটকেছে শিক্ষার্থীরা। সর্বশেষ প্রায় ছয় ঘন্টা পর রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা বুধবার বাস মালিক-সমিতির সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার আশ্বাস দিলে বাস ছাড়েন তারা। 

শিক্ষার্থীরা জানান, বাসের লোকজন বরাবরই শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। শিক্ষার্থীদের ভাড়া হাফ পাশ থাকলেও তারা ভাড়া কম নিতে চান না। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে মালিক শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তারা বুধবার আমাদের সঙ্গে আলোচনায় বসবে। আশা করছি সমস্যার সমাধান হবে।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!