ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের ভবনের বিপরীত পাশে একটি গাছ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান জানান, ‘আজ সকালে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে একটি মেহেগনি গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই আরও জানান, ‘আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :