AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন


Ekushey Sangbad
আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি
০২:৩৭ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুন্নবী সোহান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইদুর রহমান।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহেদ আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাফরিন সুলতানা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে তাহাসিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ মুহসিন, অর্থ সম্পাদক হিসেবে নাজিম উদ্দীন দপ্তর সম্পাদক হিসেবে সফিকুল ইসলাম আকাশ, উপ-দপ্তর সম্পাদক গাজী সামিহা রহমান মাহী, প্রচার সম্পাদক হিসেবে সুমাইয়া আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানজিলা বেগম মীম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আশরাফুজ্জামান রোমান কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাব্বির আহমেদ ও আদৃতা ইশরাত আভা সম্পাদকীয় পর্ষদ সদস্য এবং হাফসা আলম ও আবু মোহাম্মদ রামিম রুহুল উল্লাহ কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

সংগঠনের সভাপতি নুরুন্নবী সোহান বলেন, তরুণ লেখকদের জন্য এই ফোরাম একটি উদ্দীপনামূলক প্ল্যাটফর্ম, যেখানে তারা মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবেন। নবগঠিত এই কমিটির মাধ্যমে আমাদের এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এছাড়া আমাদের লেখকেরা সমাজের সমস্যা, ক্যাম্পাসের সমস্যাগুলো তুলে ধরছে, যেগুলো তুলে ধরার কারণে সম্ভাব্য সমাধানগুলো দ্রুততার সাথে হয়ে যাচ্ছে। 

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি জাতীয় সংগঠন, যা তরুণ লেখকদের দক্ষতা উন্নয়ন এবং লেখালেখির চর্চায় সহায়তা করার লক্ষ্য নিয়ে কাজ করে।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!