AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারের বিবৃতি প্রত্যাখ্যান, সড়ক অবরোধ শিক্ষার্থীদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
সরকারের বিবৃতি প্রত্যাখ্যান, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায়, কলেজের শিক্ষার্থী আলী আহমদ এ ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, বিশ্ব ইজতেমার জন্য সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত আন্দোলন কিছুটা শিথিল থাকবে।

গত কয়েকদিন ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে অবস্থান নিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যা সাধারণ জনগণের জন্য ব্যাপক ভোগান্তি সৃষ্টি করেছে।

এ পরিস্থিতিতে, শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ঢাকার সাত কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে এবং তিতুমীর কলেজের বিষয়টিও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। বিবৃতিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়, এবং একই সঙ্গে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি বা সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

তিতুমীরের বিষয় ‘বিবেচনা করছে’ সরকার, ফের সড়কে ‘অনড়’ শিক্ষার্থীরাতিতুমীরের বিষয় ‘বিবেচনা করছে’ সরকার, ফের সড়কে ‘অনড়’ শিক্ষার্থীরা
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সকল বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!