বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের ৯ম বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট মোঃ তালহা জুবায়ের।
রবিবার (২ ফেব্রুয়ারি) ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরের এ্যাডজুটেন্ট মেজর মুনতাসীর আরাফাত স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মোঃ তালহা জুবায়ের ১১তম সিইউও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী। গত ১২ জানুয়ারি ২০২৫ সিইউও পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং লিখিত, ড্রিল, অস্ত্র, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সিইউও পদে নির্বাচিত হন।
এই বিষয়ে তালহা জুবায়ের বলেন, “সিইউও হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সুষ্ঠুভাবে পালন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি চেষ্টা করবো যাতে আমাদের ক্যাডেটরা কাস্টমস ও এথিক্স মেইনটেইন করে নিজেদের আরও যোগ্য ও চৌকস প্রমাণিত করতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, `মোঃ তালহা জুবায়েরের মতো একজন মেধাবী এবং দায়িত্বশীল ক্যাডেটের সিইউও হিসেবে পদোন্নতি সত্যিই একটি গর্বের ব্যাপার। তার এই সফলতা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি বিশ্বাস করি, তালহা তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এবং তিনি তার কাজের মাধ্যমে সকলের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।`
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন ২০০৯ সালের ২৯শে এপ্রিল থেকে যাত্রা শুরু করে। চলতি মাসের ৯ তারিখে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে তালহা জুবায়েরকে রেজিমেন্ট সদর দপ্তরে সিইউও র্যাংকব্যাজ পরানো হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :