দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে ২০১২ সালে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে প্রধান ফটকের সামনে এটি অনুষ্ঠিত হয়। গুম হওয়া দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ্ এবং আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাস।
জানা যায়, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে ক্যাম্পাসে যাওয়ার পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তীতে পুলিশ তাদের গ্রেপ্তারের কথা অস্বীকার করে। এরপর থেকে এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্টের পতন হয়েছে তবে ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস এখনও ফেরেনি। আমরা তাদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট বাহিনী গুম করে তাদের নিয়ে যায়। দীর্ঘদিন আন্দোলন করার পরেও পতিত সরকার শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয়নি। দীর্ঘ এক যুগ পরেও আমরা অনেক গুম হওয়া ব্যক্তিকে ফিরে আসতে দেখেছি কিন্তু আমাদের ভাইয়েরা এখনও ফিরে আসেনি। আমাদের দাবি, হয় তাদের সন্ধান দিন নাহয় তাদের কবরের সন্ধান দিন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :