AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা শহীদদের স্মরণে বাকৃবিতে পুষ্পার্ঘ্য অর্পণ


Ekushey Sangbad
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৪:২৬ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ভাষা শহীদদের স্মরণে বাকৃবিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ পালিত হয়েছে।

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘দেশ ও জাতির জন্য ভাষা শহীদদের এই আত্মত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সকল কুচক্রীদের আমাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ নির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অন্তর্ভুক্ত ছিল।  

সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণের সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনসহ শতাধিক শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া সকাল ১০টায় শিক্ষক কমপ্লেক্সে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাকৃবি শিক্ষক সমিতি। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তির জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!