AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবিতে হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ পত্রিকা ভিত্তিক প্রতিযোগিতা


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০২:৫২ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাকৃবিতে হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ পত্রিকা ভিত্তিক প্রতিযোগিতা

দেশের সর্ববৃহৎ পত্রিকা ভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এবার ময়মনসিংহ অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিযোগিতাটির আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

জানা যায়, প্রতিযোগিতায় ৩য় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এটি পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে— ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি) ও ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)। এছাড়াও সকল অংশগ্রহণকারী সনদপত্র ও সৌজন্য উপহার পাবেন। আঞ্চলিক পর্বের বিজয়ীদের জন্য টি-শার্ট, মেডেল ও সনদপত্র থাকবে, পাশাপাশি তারা জাতীয় পর্বে অংশগ্রহণেরও সুযোগ পাবেন। প্রতিযোগিতায় অংশ নিতে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য লিংকটিতে প্রবেশ করতে হবে।

আরো জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশসেরা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন ১ লাখ টাকা, মিডিয়া ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!