AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির কুষ্টিয়া জেলা সমিতির শিক্ষার্থীরা


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
১০:১৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির কুষ্টিয়া জেলা সমিতির শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান, মানবিক ও ব্যাবসা শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই, খাতা জমা রাখাসহ  সুপেয় পানির ব্যবস্থা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৭ হাজার পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য হেল্পডেস্ক ও বিশ্রামের জন্য স্টল দিয়ে সার্বিক সহযোগিতা করছে কুষ্টিয়া জেলা সমিতি, যবিপ্রবি।

এছাড়াও এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বিনামূল্যে সুপেয় লেবুর শরবত ও পানির ব্যবস্থা সহ শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই, খাতা জমা রাখা ও ইনফরমেশন অ্যান্ড হেল্পডেস্ক স্টল দিয়ে সার্বিক সহযোগিতা করে যবিপ্রবির বিভিন্ন ক্লাব ও সংগঠন।

কুষ্টিয়া জেলা সহ বিভিন্ন জেলার ভর্তি পরীক্ষা দিতে আসা  শিক্ষার্থীরা বলেন, আমরা বিভিন্ন যায়গায় পরীক্ষা দিয়েছি তবে কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশন এর সহযোগিতা মূলক মনোভাব আমাদের মুগ্ধ করেছে। তাদের সহযোগিতা আমাদের ভোগান্তি অনেক কমিয়ে দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান হৃদয় বলেন, আমাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য দূর দূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু  ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করা।

অপরিচিত স্থানের সাথে পরিচয় করিয়ে দেওয়া।  শিক্ষার্থীদের সাথে আসা তাদের পরিবারের সদস্যাদের জন্য বিশ্রামের ব্যাবস্থা। আমি মনে করি এই ভলেন্টিয়ার সার্ভিসের মাধ্যেমে মানুষের সাথে মানুষের সুন্দৌর্যপূর্ণ মনোভাবের প্রতিফলন ঘটে এবং মানুষের প্রতি মানুষের নতুন যোগাযোগের পথ সুদৃঢ় করে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!