AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যমুক্ত শিক্ষক নিয়োগের দাবি ইবির গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের


বৈষম্যমুক্ত শিক্ষক নিয়োগের দাবি ইবির গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের

শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৯.০০ বাতিল করে শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার (১ মার্চ) বেলা ১২টায় প্রশাসন ভবন চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ প্রায় দুই যুগ ধরে গর্বের সাথে শিক্ষাদান করে চলেছে। আর আমরা হলাম এই গণিত বিভাগের শুরুর থেকে অদ্যবধি বিভিন্ন শিক্ষাবর্ষের মেধা তালিকায় স্থান প্রাপ্ত হতভাগা শিক্ষার্থীবৃন্দ। এই বিভাগ যখন ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ হতে যাত্রা শুরু করে তখন কিন্তু এ বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতায় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ ছিল না। আমরা উক্ত বিভাগে ভর্তি হয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মেধা তালিকার শীর্ষ স্থানগুলো লাভ করি, এমন কি আমাদের অনেকে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদকও লাভ করেছে। কিন্তু আজ আমরা এ বিভাগে শিক্ষক হবার অযোগ্য হয়ে গেছি।

তারা আরও বলেন, বিগত ২০০১ সাল হতে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় সিজিপিএ ফলাফল ব্যবস্থা অভিন্ন ছিলনা। তাই উক্ত সকল বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল একইভাবে বিবেচনা করা যুক্তি সংগত হতে পারে না। যেহেতু আমরা গণিত বিভাগে ভর্তির যোগ্য ছিলাম সেহেতু আমাদেরকে উক্ত বিভাগের শিক্ষক হবার সুযোগ দেওয়া যুক্তিযুক্ত। অন্যথায় আমাদের প্রতি অবিচার করা হবে।

তারা বলেন, এমতাবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ শিথিল পূর্বক এবং যে যোগ্যতায় আমরা অত্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলাম, সেই যোগ্যতা বজায় রেখে অনার্স ও মাস্টার্স-এর ফলাফলকে গুরুত্ব দিয়ে আমাদেরকে গণিত বিভাগের প্রভাষক পদে আবেদনের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল ইসলাম ও শরিফুল ইসলাম, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন, ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নূরুল আলম ও শাহেদ আহম্মেদ, ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন, ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুন্নু মিয়া, মাসুদ রানা ও আহম্মদ উল্লাহ। পরে এ বিষয়ে সবাই পৃথকভাবে বিভাগের সভাপতি বরাবর লিখিত আবেদন দিয়েছেন। এছাড়া তারা প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তি, ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় সভাপতি বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আপনাদের দাবি অবশ্যই যৌক্তিক। তবে আপনারা প্রথমে বিভাগের সভাপতি বরাবর লিখিত আবেদন দেন। পরে তারা প্রশাসন বিষয়টি প্রশাসনে ফরওয়ার্ড করলে প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!